ধনবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
ধনবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

” সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি, সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর) টাংগাইলের ধনবাড়ী উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে ধনবাড়ী উপজেলা মিলনায়তনে ।

এ উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব,মোঃ শাহীন মাহমুদ । অনুষ্ঠানের সভাপত্বি করেন ধনবাড়ী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আব্দুস সালাম জাকারিয়া ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এম.আজিজুর রহমান, পৌর বিএনপি সভাপতি এস.এম.এ সোবাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধনবাড়ী উপজেলার সভাপতি মিজানুর রহমান প্রমুখ । এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন এর সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

উল্লেখ ধনবাড়ী উপজেলায় মোট ১৬২ টি সমবায় প্রতিষ্ঠান রয়েছে যারা নিরলসভাবে জনগনের মাঝে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে। এবং দেশ ও জাতির জন্য কল্যান বয়ে আনছে

সংবাদটি দৈনিক টাঙ্গাইল সমাচারওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।