সন্তোষ-টাঙ্গাইল সড়কের বেহাল দশা, মেরামতে ছাত্রদলের ২ নেতার উদ্যোগ
দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের সন্তোষ-টাঙ্গাইল সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খাল ও জমে থাকা পানির কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কিছুদিন আগে এ সড়কে একটি বড় দুর্ঘটনা ঘটে, যাতে একাধিক ব্যক্তি আহত হন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।
ফলে সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সামনের কাগমারী থেকে সন্তোষ পর্যন্ত রাস্তার কিছু ভাঙা অংশ ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছেন মাভাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম উসমান এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ওয়াসিফ বিন মাহমুদ অয়ন।
শামীম উসমান বলেন, ‘কাগমারী থেকে সন্তোষ পর্যন্ত রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। এই রাস্তায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
সড়ক কর্তৃপক্ষ যতদিন পর্যন্ত এটি সংস্কার না করে, ততদিন একজন ছাত্রদল কর্মী হিসেবে ব্যক্তিগত উদ্যোগে রাস্তার কিছু অংশ সংস্কার করার চেষ্টা করব। ধাপে ধাপে বাকি অংশও মেরামতের পরিকল্পনা রয়েছে।’
ওয়াসিফ বিন মাহমুদ অয়ন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাটির অবস্থা একেবারেই বেহাল। প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনায় আহত হচ্ছে।
এলজিইডির সঙ্গে কথা বলার পর তারা দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ততদিন পর্যন্ত ব্যক্তিগতভাবে কিছু অংশ মেরামতের চেষ্টা করেছি, যেন অন্তত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল সম্প্রতি সওজ এবং এলজিইডি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে। যেখানে দ্রুত কাগমারী থেকে সন্তোষ পর্যন্ত সড়কটির সংস্কার কার্যক্রম শুরুর দাবি জানানো হয়।





আপনার মতামত লিখুন
Array