জাকসু নির্বাচন

ভোট গণনায় বিলম্বের বিষয়টি নির্বাচন কমিশন দেখবে: জাবি উপাচার্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
ভোট গণনায় বিলম্বের বিষয়টি নির্বাচন কমিশন দেখবে: জাবি উপাচার্য

ভোটগ্রহণে ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ভোট গণনা শেষ করতে না পারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অস্থিরতা বাড়ছে। ম্যানুয়াল পদ্ধতি ব্যবহারে ভোগান্তি ও অপেক্ষা বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন প্রার্থী ও ভোটাররা। এমন বিলম্বের নজরে আছে বলে জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। নির্বাচন কমিশন বিষয়টি দেখবে বলেও জানান তিনি।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পোলিং অফিসার ও সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা শেষে তিনি এ প্রতিক্রিয়া জানান।

জাবি উপাচার্য বলেন, ‘ভোট গণনা বিলম্ব হওয়ার বিষয়টি নজরে আছে, নির্বাচন কমিশনার বিষয়টি দেখবেন। আমি নিজেও যাব, কথা বলব, যাতে করে দ্রুত গণনার কাজ শেষ করা হয়।’

এ সময় নির্বাচন কমিশনের সদস্য মো.মাফরুহী সাত্তার বলেন, ‘এখন ৮টি টেবিলে ভোট গণনা হচ্ছে, সন্ধ্যার আগেই ১০টিতে হবে। আশা করি দ্রুত ফলাফল দেওয়া হবে।’

সংবাদটি দৈনিক আমার দেশওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।