জান্নাতুলের মৃত্যুতে জাকসুর ভোট গণনা কক্ষে কান্নার রোল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
জান্নাতুলের মৃত্যুতে জাকসুর ভোট গণনা কক্ষে কান্নার রোল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজে অংশ নিতে এসে মৃত্যু হয়েছে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার সকাল ৮টার দিকে ভোট গণনার জন্য সিনেট ভবনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাকসু নির্বাচন: ১৭ হল কেন্দ্রের ভোট গণনা শেষজাকসু নির্বাচন: ১৭ হল কেন্দ্রের ভোট গণনা শেষ
অকস্মাৎ এই মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভোট গণনা কক্ষে উপস্থিত নির্বাচনি কর্মকর্তাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সহকর্মীর এমন অপ্রত্যাশিত বিদায়ে ভোট গণনার পরিবেশ মুহূর্তেই ভারি হয়ে ওঠে।

জান্নাতুলের জানাজা বাদ জুমা জাবির কেন্দ্রীয় মসজিদেজান্নাতুলের জানাজা বাদ জুমা জাবির কেন্দ্রীয় মসজিদে
এ সময় নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম মাইকে ঘোষণা দিয়ে বলেন— এমন পরিস্থিতিতে আপনাদের সবার কাছে অনুরোধ করব, ওনার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমরা যেহেতু একটা কাজের মধ্যে আছি, আমরা চাইলেও কাজটি অসম্পূর্ণ রাখতে পারছি না। আমাদের এই কাজটাও চালিয়ে যেতে হবে।

জান্নাতুল ফেরদৌসের জানাজা বাদ জুমা কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন।

সংবাদটি দৈনিক আমার দেশওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।