টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সম-সাময়িক বিষয়ে টাঙ্গাইল জেলার নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী।
টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিকুল ইসলাম খান ঝলকের সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহ মোহাম্মদ ইথেনের সঞ্চালনায় মত বিনিময় সভায় কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





আপনার মতামত লিখুন
Array