টাঙ্গাইলে জামায়াতে ইসলামী আয়োজিত লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
টাঙ্গাইলে জামায়াতে ইসলামী আয়োজিত লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইলে জামায়াতে ইসলামী আয়োজিত লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার আয়োজনে দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) আদর্শ সমাজ কল্যাণ পরিষদ মিলায়াতনে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদ। ট্রেনিং ক্যাম্পের সভাপতিত্ব করেন শহর শাখার আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, সদর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল ও টাঙ্গাইল শহরের সকল ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম।

প্রধান অতিথি আহসান হাবিব মাসুদ বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে পরিপূর্ণভাবে কাজ করতে হবে।”

সংবাদটি খবরবাংলা২৪.কমওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।