মির্জাপুরে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
মির্জাপুরে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ফালু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌরসদরের পোষ্টকামুরী খালপাড়ায় এ ঘটনা ঘটে। রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ ফালু মিয়া ওই এলাকার ইলিম উদ্দিনের ছেলে। তিনি মির্জাপুর বাজারে চায়ের দোকান চালাতেন।

পরিবারের সদস্যরা জানান, ভোরে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরতে যান ফালু মিয়া। একপর্যায়ে জাল কচুরিপানায় আটকে গেলে তিনি পানিতে নামেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

খবর পেয়ে মির্জাপুর ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, টাঙ্গাইল ও মির্জাপুরের ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।

ইএইচ

সংবাদটি দৈনিক আমার সংবাদওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।