নির্বাচনি এলাকায় গণসংযোগে জামায়াত আমির, চাইলেন দোয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচনি এলাকায় গণসংযোগে জামায়াত আমির, চাইলেন দোয়া

ঢাকা-১৫ আসনে নিজের নির্বাচনি এলাকায় জুমার নামাজ আদায়, মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার জানান, শুক্রবার রাজধানীর মিরপুর-১৩ এ অবস্থিত জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা ও জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

জুমার খুতবার আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি নিজের জন্য দোয়া চেয়ে বলেন, বাংলাদেশ যাতে শান্তির পথে চলতে পারে সেজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তাসলিম, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ, মিরপুর পূর্ব থানা আমির শাহ আলম তুহিন, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম মাহমুদ, থানা নায়েবে আমির মো. আলাউদ্দিন, থানা সেক্রেটারি হাফেজ আশিকুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য, স্থানীয় ওয়ার্ড সভাপতিবৃন্দ এবং মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি প্রমুখ।

সংবাদটি দৈনিক আমার দেশওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আমরা এই সংবাদে কোনো প্রকার বিকৃতি, ভুল তথ্য সংযোজন বা বিভ্রান্তিকর পরিবর্তন করিনি। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।